গোমস্তাপুরে নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালিত।

0 ১০৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবস ২০২১যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫০বার তপোধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল,রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন,ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির সমূহে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, রহপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম,গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল প্রমূখ। বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!