চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে গাউসিয়া কমিটি।

0 ৫০০,০০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি)শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে চবি গাউসিয়া কমিটি।মঙ্গলবার(২৫ জুলাই)দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শতাধিক শিক্ষার্থীকে এসব চারা বিতরণ করেন চবি গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

এর আগে সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে ‘বিশ্ব পরিবেশ সংরক্ষণ ও মানবসেবায় হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ(র.)এর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুখ্য আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার।
তিনি বলেন,করোনা মহামারি,সিলেটের বন্যা ও সীতাকুণ্ড ট্র্যাজেডির মতো কঠিন পরিস্থিতিতে গাউসিয়া কমিটি সাহসিকতার পরিচয় দিয়েছে। চট্টগ্রামে চামড়ার সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি।আমরা সকলে সচেষ্ট হলে পরিবেশ ধ্বংসের যে ভয়াবহতা তা থেকে দেশ ও মানবজাতিকে রক্ষা করা সম্ভব।আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় কার্যকরি ভূমিকা পালন করবো।

চবি গাউসিয়া কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় আলোচক ছিলেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন,চবি গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন,ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদরাসার প্রভাষক ও এমফিল গবেষক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান,চবি আবাসিক গাউসিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মাদ সিকান্দার মিয়া।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!