জনবল সংকটে সন্দ্বীপ উপজেলা ভূমি অফিস তবুও সেবায় চট্টগ্রামের প্রথম স্থানে সন্দ্বীপ ভূমি অফিস।

0 ৬৮৮,৩৩৮

জনবল সংকট কাটছেই না সন্দ্বীপ ভূমি অফিসে।বার বার জাতীয় গণমাধ্যম এই বিষয়ে নিয়ে সংবাদ প্রকাশ হলেও দুর হচ্ছেনা সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের জনবল সংকট।তারপরও চট্টগ্রাম জেলার ২১টি ভূমি অফিসের মধ্যে এলাকা ভিত্তিক নামজারির তথ্য চিত্রে প্রথম স্হানে উঠে এসেছে সন্দ্বীপ উপজেলার ভূমি অফিসের নাম।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়,বিগত নব্বই দিনে সন্দ্বীপ উপজেলায় মোট নিষ্পত্তি কৃত আবেদন ১৭৯২,গড় নিষ্পত্তি ১৮ দিন,মঞ্জুর হার ৮৮%।

সুত্রে আরো জানা যায়,সন্দ্বীপ উপজেলার ভূমি অফিসের কানুনগো পদ টি শূন্য,প্রধান সহকারী / অফিস সহকারী/মিউটেশন সহকারী/সার্টিফিকেট পেশকার/সারায়াত পেশকার মঞ্জুরিকৃত ৫ জনের মধ্যে ২টি পদই শূন্য,ভূমি সহকারী ৭ জন থাকার কথা থাকলে ও কর্মরত আছে ২ জন,ভূমি উপসহকারী কর্মকর্তা ১৪ জন থাকার কথা থাকলেও আছে মাত্র ৩ জন,জারীকারক পদ টি শূন্য আছে,অফিস সহায়ক ২৩ জন থাকার কথা থাকলেও আছে ৭ জন।

এই বিষয়ে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মঈন উদ্দীন বলেন,লোকবল সংকটের কারণে আমাদের কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে।আমরা তারপরেও সেবা দিয়ে যাচ্ছি।চট্টগ্রামে এখন আমরা প্রথম স্থানে আছি।লোকবল জরুরি হয়ে পড়েছে।

এদিকে সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সন্দ্বীপবাসীও একই দাবি করে বলেন, লোকবল পরিপূর্ণ থাকলে আমরা আরো ভালো সেবা পাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!