নড়াইলে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

0 ৭৯

নড়াইলে ২৫ বোতল ফেন্সিডিল সহ ফরিদ শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ।

বুধবার বিকালে নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের ব্রিজের পূর্বপাশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই মোঃ ফাহাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই মোঃ বিপ্লব শেখ , কনস্টেবল মোঃ মিন্টু, মোঃ শরিফুল, মোঃ শিবলী, মোঃ হাসিব সহ তুলারামপুর ব্রিজের পাশে ওতপেতে থাকে।যশোর থেকে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ শেখ (৪৫), পিতা-মৃত সাত্তার শেখ, গ্রাম- ডুমুরদিয়া, থানা ও জেলা- নড়াইল ফেনসিডিল নিয়ে নড়াইলে প্রবেশ করে। অতঃপর মাদক ব্যবসায়ী বাস থেকে নেমে মাদক (ফেনসিডিল) বিক্রয়ের উদ্দেশ্যে একটি চায়ের দোকানে বসে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার কাছে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তা ফেনসিডিল নিজ হেফাজতে নিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!