বান্দরবানে আল্লামা শাহ্ আহমদ শফী রহঃ এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 ২০৫

মোহাম্মদ আলীঃ বান্দরবান আ-ইম্মা উলামা পরিষদ এর আয়োজনে আল্লামা শাহ্ আহমদ শফী রহ: এর কর্মময় জীবন র্শীষক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বান্দরবান বাজার শাহী মসজিদের ২য় তলায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল চলে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আল্লামা শাহ্ আহমদ শফী রহ: এর কর্মময় জীবন র্শীষক আলোচনা ও দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম আল্ জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ্। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, দৈনিক সচিত্র মৈত্রী’র সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য প্রফেসর ওসমান গণি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান বাজার শাহী জামে মসজিদের সেক্রেটারী মো: আব্দুল মাবুদ। বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ আলোচক হিসেবে ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দীন ইমামী,বান্দরবান সদর থানা জামে মসজিদের খতিব ক্বারী নুুরুল আমিন, কালাঘাটা ছৈয়দ ফজলুল করীম(র:) মাদ্রাসা কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ,আর্মি পাড়া জামে মসজিদের খতিব মুফতি মো: আবুল হাসান, পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব মা: মোবাশ্শির বিনআল আজহার, মাওলানা আবুল কাশেম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, ইসলামী জগতের প্রথিতযশা উজ্জল নক্ষত্র, বিশ্ববরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন দারুল উলূম মুইনুল ইসলাম হাটাজারী মাদ্রসার সাবেক মহাপরিচালক শাইখুল ইসলাম ও শাইখুল হাদীস আল্লামা শাহ আমদ শফী রহ: কর্মময় জীবন সর্ম্পকে আলোচনা এতে অল্প সমেয়ে শেষ করা যাবেনা। তিনি হাজার হাজার আলেমদের (ওস্তাদ) শিক্ষক ছিলেন, তিনি ১০৩ বৎসর বয়সে এসে হাটাজারী মাদ্রাসায় কোরআন্ ও হাদীস বিষয়ে গুরুত্বর্পূণ দরস দিতেন ছাত্রদের। তিনি সবসময় অন্যায় বাতেল গোমরাহীর বিরুদ্ধে যোদ্ধ ঘোষনা করতেন, হুজুরের চলে যাওটা আমাদের সমাজ ব্যবস্থা ও দেশের জন্য অবর্ণনীয় ক্ষতি হয়েগেছে। এই ক্ষতি কখনো পুরুন হওয়ার নয়, আমরা সকলে হুজুরের জীবনী থেকে অতি উত্তম আমল গুলো অনুস্বরণ করে আমাদের নিজেদের জীবনের চলার পথ শুদ্ধ করবো এই প্রত্যাশা করি।আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল(সাঃ)এর তরীকা মতে আমাদের জীবন গড়ি, বড় বড় বুজুরগ আলেমদের শিক্ষনীয় পথে চলি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!