ভাসানচরে আরও ২৯৮২ রোহিঙ্গা

0 ৭৬,৭৬৯

কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে আরও ২ হাজার ৯৮২জন রোহিঙ্গা পৌঁছেছে।১০মার্চ,বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নৌবাহিনীর ৭টি জাহাজ যোগে ভাসানচর পৌঁছায় এসব রোহিঙ্গারা।এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়াল ২৫ হাজার ৫৮৪ জন।

বিষয়টি নিশ্চিত করে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(উপসচিব)মোয়াজ্জেম হোসেন বলেন,২ হাজার ৯৮২ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়েছে।পরবর্তীতে সেখান থেকে গাড়িতে করে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

এরআগে নোয়াখালীর ভাসানচরে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন,২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন,১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন,পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন,ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন,সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন,অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২ জন,নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫ জন,দশম দফায় ৩১ জানুয়ারি ১২৮৭ জন ও একাদশ দফায় ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।এ ছাড়াও গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!