শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

0 ৭৬,৫৬৮

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে।এই ধাপে বরিশাল,সিলেট ও রংপুর জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার(১২ অক্টোবর)রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর,বরিশাল ও সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।পরে একই বছরের ২৪ মার্চ পর্যন্ত প্রথম ধাপে আবেদন জমা পড়ে তিন লাখ ৬০ হাজার ৭০০টি।এরপর দ্বিতীয় ধাপে গত ২৩ মার্চ আরও তিনটি বিভাগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।বিভাগগুলো হলো-ময়মনসিংহ,খুলনা ও রাজশাহী।বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল পর্যন্ত এই ধাপে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।এছাড়া তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ১৮ জুন।এই ধাপে আবেদনের শেষ সময় ছিল গত ৮ জুলাই পর্যন্ত।উল্লেখিত এই সময়ে তিন লাখ ৪০ হাজারের কিছু বেশি আবেদন জমা পড়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।সে অনুযায়ীই প্রথম ধাপে আগামী ২৪ নভেম্বর আবেদন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।বরাবরের মতো এবারও শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)।প্রতিষ্ঠানটির সঙ্গে আগেই সব ঠিকঠাক করে রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।এতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ প্রক্সি ও জালিয়াতি এড়ানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!