রাশেদুল হাসানঃ ০৭/১০/২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল ০৯.২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনচার্জ ,এ.কে ফজলুল হক এর নেতৃত্বে এসআই, মোঃ মোশারফ হোসেন, এএসআই ।মোঃ সুলতান মাহাবুব ও সঙ্গীয় ফোর্স সহ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ০৬নং লামচর ইউনিয়নে ০১নং ওয়ার্ড পশ্চিম কাশিমনগর গ্রামে অভিযান চালিয়ে ,১টি একনলা বন্দুক অস্ত্রসহ আসামী মোঃ ইব্রাহীম (৩০),গ্রফতার করে তাহার , পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-ফুলজাহান বেগম, সাং-কাশিমনগর ,খোরশেদ আলম মোল্লা বাড়ী ০১নং ওয়ার্ড, ০৬নং লামচর, ইউনিয়ন থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর’।খবর সুর্তে জানা যায় সে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা করিয়া আসিতেছে বলিয়া জানা যায় এবং জিজ্ঞাসাবাদে সে উক্ত বিষয় স্বীকার করে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২টি মামলা বিচারাধীন আছে বলে জানা যায়।