চন্দ্রগন্জ উপ-নির্বাচনে জিতলো আবার নৌকা প্রতীক।

0 ১৭৮

রাশেদুল হাসান,লক্ষ্মীপুরঃ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে থানা ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জিতল নৌকার প্রতীক নিয়া মাজি নুরুল আমিন। ২০/১০/২০২০ ইং ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন ।নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন তিনি পেয়েছেন ১৩৩৩৯ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তোফায়েল আহমেদ,তিনি পেয়েছেন ১৫৮৩ ভোট । স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন মোহাম্মদ হাসান তিনি পেয়েছেন ৫৫৭ ভোট। বাতিল হয়েছে ২১৫ ভোট । মোট কাস্ট ভোট ১৪৫২৪ ।দীর্ঘ এক মাস ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে ভোটের আমেজ শেষ হলো।আজ সকাল ৯ টা থেকে শুরু হয় ভোট কাস্টিং বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তৎপরতার কারণে কোথাও কোনো সহিংসতা বা হট্টগোলের খবর পাওয়া যায়নি । চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জসীমউদ্দীন দৈনিক মাতৃ জগত কে জানান আমি আমার সাধ্যমত নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়েছি। বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত আমার পুলিশ অফিসারদেরকে আমার নির্দেশ দেওয়া আছে আমরা যেন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি তাহলে জনগণ আমাদের উপর আস্থা রাখবে।আর কোথাও যদি বিশৃঙ্খলা দেখা যায় তাৎক্ষণিক আমাকে জানাইবেন । যাক আল্লাহর মেহেরবানীতে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই খুব শান্তিপূর্ণভাবে বোর্ডের কার্যক্রম শেষ করলাম। নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন দৈনিক মাতৃ জগত কে জানান । জননেত্রী শেখ হাসিনার দেওয়া আমানত নৌকা প্রতীক।এর বিজয় আনতে পারায় আমার কাছে খুব ভালো লাগে।কারণ এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা শেখ হাসিনার নৌকা । আমি আমার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বাসিকে ধন্যবাদ জানাই যে তাহারা আমাকে যোগ্য মনে করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে এবং নৌকাকে বিজয়ী করার জন্য ।আমি যে কয় মাস দায়িত্বে থাকবো । এ পুরস্কারের সম্মান আমিও ধরে রাখবো। আমার কার্যকলাপের উপর নির্ভর করবে আগামী ইউপি নির্বাচনের নৌকার টিকেট । এই কয় মাসের জন্য কেন নির্বাচন করেছেন জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিতে গিয়ে অনেকের উপকার করেছি তারি পরীক্ষা স্বরূপ দেখতে চাই জনগন আমার জন্য কি করে। আমি কি ভালো করেছি না খারাপ করেছি জনগণ ভোটের মাধ্যমে তার প্রতিদান দেবে জনগণকে আবারো ধন্যবাদ জানাই যে তাহারা সত্যিই আমাকে ভালোবাসে।আমি জনগনের যে সমর্থন পেয়েছি । আশাকরি আগামী ইউনিয়ন নির্বাচনে জন নেত্রী শেখ হাসিনা আমাকে আবার নৌকার টিকেট দিবেন বলে মনেকরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!