নরসিংদী জেলা প্রতিনিধি, নরসিংদীতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ ০৫ জনকে আটক করেছে র্যাব ১১। সোমবার দুপুরে সদর থানাধীন কাউরিয়াপাড়া হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সদর থানার করিমপুর গ্রামের সাহাজউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪০), মানিক মিয়ার ছেলে মনির হোসেন (৪২), কাউরিয়াপাড়া (বাউলপাড়া) মহল্লার মৃত তরনী চন্দ্র বাদলের ছেলে তাপস বাউল (৪৬), ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) মহল্লার আহম্মদ আলীর ছেলে শহিদুল্লাহ (৩৮) ও রায়পুরা থানার সোনাকান্দি গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে আহসান উল্লাহ (৩৮)।
র্যাব -১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ জনকে আটক ও তাদের দখল থেকে ৫৯ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ১৬ শত টাকা এবং ০৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাদবদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।