নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ বুধবার ১৬ সেপ্টেম্বর মাইজদী পৌরবাজার ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় পেঁয়াজ সহ অন্যান্য পণ্য অধিক মূল্যে বিক্রি,বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে পেঁয়াজ মজুদকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে কাজল এন্ড সন্সকে ১৫ হাজার টাকা,আহমদ উল্ল্যাহ ট্রের্ডাসকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।চিংড়ী মাছে বিষাক্ত জেলি যোগ করে বিক্রি করার অপরাধে ১ বিক্রেতাকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ২৯টি ব্যবসা প্রতিস্টানকে ৭৮হাজার টাকা অর্থদন্ড ও ২ টি মামলা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) অফিসার এবং নোয়াখালী সদর উপজেলা সহকারী (ভূমি) অফিসার কামরুল হোসেন চৌধূরী ও মোঃ জাকারিয়া এ রায় প্রদান করেন।তারা বাজার স্থিতিশীল রাখার জন্য জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।