বটিয়াঘাটা প্রতিনিধিঃ গতকাল সোমবার সকাল ১১ টায় বটিয়াঘাটা থানার মোড়ে উপজেলা সুশীল সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অসৎ, অযোগ্য, দুর্নিতীবাজ শুভেন্দু ঘোষের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমার বাড়ি আমার খাবার প্রকল্পের গ্রাহকদের সাথে অসাধারন,খারাপ ব্যবহার এবং সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ,ম্যানেজার ও সভাপতিদের অনারিয়মের টাকা ব্যাংকে রেখে সুভিদা ভোগ করা, প্রক্পের মোটরসাইকেলটি বাড়িতে আশাযাওয়ার কাজে ব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এই মানব বন্ধন। মানব বন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুর রহমান, বৃহত্তর আমরা খুলনা বাসি সংগঠন নেতা গাজী সোহেল,যুবলীগ নেতা ইমরান হোসেন টিটু, মানবাধিকার নেতা কামাল হোসেন, মানবধিকার সহ সভাপতি তুষার কান্তি গোলদার, বিশিষ্ট ব্যবসায়ি ভবরঞ্জন মন্ডল, ডাক্তার যুগল কান্তি গোলদার, তরুন সমাজ সেবক ও কৃষক লীগ নেতা রেজাউল সরদার,বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক পান্না পাশারি, প্রজিত কুমার মন্ডল, নিতিশ মন্ডল, সমাজ সেবক মৃন্ময় মন্ডল, শিক্ষক সুবর্ন সরকার, শিবপদ বিশ্বাস, লিপা মল্লিক, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সহ সভাপতি রতন কুমার সাহা,সাংবাদিক ইমরান হোসেন, সোহরাব মুন্সি, মানবাধিকার কর্মী সরকার হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা দুর্নিতীবাজ শাখা ব্যবস্হাপকের অপসারণের দাবিতে এই মানব বন্ধন। উল্লেখ্য উক্ত শাখা ব্যবস্হাপকের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে দুটি সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সার্বিক বিষয় শাখা ব্যবস্হাপক শুভেন্দু ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য। এটা ষড়যন্ত্র মাত্র।