মহানগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগের অভিযানঃ ১,২২০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার

0 ২৭২

রিয়াদুল মামুন সোহাগঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ ০২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন জাফর আহমদ(২২),পিতা- রাজা মিয়া,মাতা- জানুয়ারা বেগম,সাং-পূর্ব তাবালের চর,০৭নং ওয়ার্ড,আলী আকবর ডেইল,থানা- কুতুবদিয়া,জেলা- কক্সবাজার।আরেকজন মোহাম্মদ হোসেন(২১),পিতা-মৃত আলী জোহর,মাতা-নুর নাহার বেগম,সাং-কটুখালী,সাদেক হোসেনের বাড়ী,থানা- চকরিয়া,জেলা-কক্সবাজার।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০৯/২০২০খ্রিঃ ০৪.৩০মিনিটের সময় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ জাফর আহমদ(২২) ও মোহাম্মদ হোসেন(২১)কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!