রিয়াদুল মামুন সোহাগঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ ০২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন জাফর আহমদ(২২),পিতা- রাজা মিয়া,মাতা- জানুয়ারা বেগম,সাং-পূর্ব তাবালের চর,০৭নং ওয়ার্ড,আলী আকবর ডেইল,থানা- কুতুবদিয়া,জেলা- কক্সবাজার।আরেকজন মোহাম্মদ হোসেন(২১),পিতা-মৃত আলী জোহর,মাতা-নুর নাহার বেগম,সাং-কটুখালী,সাদেক হোসেনের বাড়ী,থানা- চকরিয়া,জেলা-কক্সবাজার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০৯/২০২০খ্রিঃ ০৪.৩০মিনিটের সময় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ জাফর আহমদ(২২) ও মোহাম্মদ হোসেন(২১)কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।