জসিম উদ্দীন রুবেলঃ বঙ্গবন্ধুর ৪৫ তম শোক দিবসে মোঃ মোশারফ হোসেন ছোটন,আকবরশাহ থানর সাংঠনিক সম্পাদক,আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের পক্ষ থেকে শোক প্রকাশ করছেন।
শোক বার্তায় তিনি দৈনিক জাগ্রত চট্টগামের প্রতিনিধি কে বলেন,আজ শোক দিবস।আজ বড়ই বেদনার দিন।প্রতি বছর এই দিন পিরে আসে কিন্তুু পিরে আসেনা আমাদের জাতীয় অভিভাবক,জাতির পিতা,স্বাধিনতা যার অন্যন অবদান রয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।আমরা বড় হতভাগা জাতি যে আমার আমাদের জাতীয় নেতাকে,যথারত সন্মান করতে পারিনি।আমরা বরং তাকে এমন এক উপহার দিয়েছি।যা এই জাতি আজিবন শোক এবং দুঃখের সাথে মনে রাখবে।বড় দুঃখ লাগে যে নেতা আমাদের মুক্তির জন্য এত ত্যাগতিতিক্ষা কাট খোর পোয়ালেন তাকে আমরা আমরা বলতে কিছু কুলাংগেরা এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি।কি করে ভুলব তার এত সব অবদানের কথা যার অবদানের ফলে আমরা আজ এই সবুজ সুফলা বাংলাদেশ আলাদা এক ভূখন্ড পেয়েছি।আমরা আলাদা ভাবে পরিচয় পেতে পারি আমরা বলতে পারি আমরা বাঙ্গালি,আমরা বাংলাদেশি।