আখাউড়ায় রাতের আধারে চর দখলের মত সরকারি খাল দখল

0 ৯১

আখাউড়া উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার স্বাস্হ্য কমপেক্সের পাশের সরকারি পুকুর বালু দিয়ে ভরাট করার অভিযোগ এসেছে পৌর শহরের বড় বাজার কমিটির সভাপতি হাজী মোতাহার মিয়ার৷

আখাউড়ার একমাত্র সরকারি হাসপাতালে পাশে হওয়ায় এক রাতের মধ্যে হটাৎ করে চর দখলের মতো এ খালের আনুমানিক ৪-৫ শতক জায়গা বালু দিয়ে ভরাট করে দু- চালা টিনের ঘর তৈরি করে ৷
জানা যায়, বর্তমানে এটি পুকুরের মতো দৃশ্যমান হলেও এক কালে এটি খাল ছিল, এর পশ্চিম দিকের জায়গাটি কালের বিবর্তনে তিতাস নদীতে যাওয়ার রাস্তাটির মুখ বন্ধ করে ঘর- বাড়ি তুলে ভূমি দস্যুরা৷
তার এ কার্যক্রমে বড় বাজারের জনগণ হতবাক৷ তারা অতি তাড়াতাড়ি এ সরকারি খালটি উদ্ধারের জন্য আখাউড়া প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন৷

আখাউড়া বড় বাজারের এক ব্যবসায়ী (নাম প্রকাশ অনিচ্ছুক)বলেন, বড়বাজারে খাদ্যগুদামের পুকুরটা সরকারি ছিল এখন উনি কিভাবে মালিকানা দাবি করে পুকুর ভরাট করছেন এবং উনি যদি মালিক হয়ে থাকেন তবুও উনি পুকুর ভরাট করতে পারবেনা কারণ বাংলাদেশে জলাধার আইনে এ বিষয়ে সুস্পষ্ট সরকারি নিষেধাজ্ঞা রয়েছে৷ কোনো পুকুর ভরাট করা যাবে না, সরকারি অনুমতি ব্যতিরেক৷

এ ব্যপারে জানতে চাইলে,
বড় বাজারের সভাপতি হাজী মোতাহার মিয়াকে মুঠোফোনে অনেক কল দেয়া হলেও
তিনি রিসিভ করেন নি৷
আর আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এ প্রতিবেদককে বলেন, আমি এ ব্যপারে কিছু ই জানি না, আমাকে কেউ অভিযোগ দেয় নি৷ যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!