একজন প্রতিবন্ধী চসিক মেয়রের কাছে রুটি-রুজির জন্য সরকারি দোকান বরাদ্দের আবেদন।

0 ৬৯

বরাবর
মাননীয় মেয়র মহাদয়
সিটি কর্পোরেশন চট্টগ্রাম।

জনাব,
সবিনয় নিবেদন এই যে,আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ।হুইলচেয়ার দিয়ে চলাচল করি।মা বাবা কেউ বেঁচে নেই। বড় ভাইয়ের অভাবের সংসারে বুঝা হয়ে জীবন যাপন করছি।গত ৩ বছর ধরে বড় ভাইয়ের চাকরি নেই।ভাবি গার্মেন্টসে চাকরি করে সংসারের হাল ধরেছে।তাদের এই কষ্টের সংসারে আমি বুঝা হয়ে কষ্ট দিচ্ছি।

মাননীয় মেয়র মহাদয়,
চাকরি করার মত শিক্ষার যোগ্যতা বা ক্ষমতা আমার নেই।অতএব পঙ্গু জীবনের দায়িত্ব নেওয়ার জন্য এবং পরিবারকে সহোযোগিতা করার জন্য আমাকে একটি সিটি কর্পোরেশন পক্ষ থেকে দোকান দেওয়ার অনুরোধ করছি।

বিভিন্ন ওয়ার্ডে যাত্রী ছাউনির নামে দোকান দেওয়া হয়েছে।আশা করি জীবিকা অর্জনের জন্য,ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আমাকে একটি দোকান বরাদ্দ দিবেন।

বিনীত নিবেদক
মোঃ জসিম উদ্দিন
৩৩ নং ওয়ার্ড কোতোয়ালি
ফিরিঙ্গী বাজার মন্নান ডাঃ গলি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!