কেশবপুরে ব্যাটারি ব্যাবসায়ী সাঈদ হত্যাকান্ডে জামাতা আটক

0 ২০৪
এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরের চাঞ্চল্যকরভাবে সন্ধ্যা রাতে ব্যবসায়ী আবু সাঈদ (৪২) হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিহতের জামাতা নাজমুল আহসানকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জামাতা নাজমুল আহসান (২৫) ডুমুরিয়া থানার ধামালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-মাগুরখালী সড়কের সাতাশকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা আবু সাঈদ নামে এক ব্যবসায়ীকে উপর হামলা চালায়। তারা সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। তিনি মোটর চালিত ভ্যানে করে পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলীর ছেলে তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝরণা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, এজহারে সন্দিগ্ধ আসামি হিসেবে নিহতের জামাতা নাজমুল আহসানের নাম থাকায় বুধবার অভিযান চালিয়ে কন্দর্পপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে নিহত আবু সাঈদের জামাতাকে আটকের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মুল তথ্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!