ক্ষতিকর রং মেশানো ১২ হাজার পিস আইসক্রিম জব্দ।

0 ৪৫৫,৪৫৩

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ক্ষতিকর রং মেশানো ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।বুধবার(১৮ অক্টোবর)দুপুরে নগরের বন্দর থানার নিমতলা খালপাড় এলাকার একটি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে বাচ্চাদের জন্য আইসক্রিম তৈরি করছিল প্রতিষ্ঠানটি।
এছাড়া আইসক্রিমগুলোর গায়ে কোনো উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না।

এসকল অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কার্টুন(১২ হাজার পিস)মানহীন আইসক্রিম জনসমক্ষে ধ্বংস করা হয়।
চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,আমরা এই চট্টগ্রামকে ভেজাল ও মানহীন খাদ্যমুক্ত একটি স্মার্ট জেলায় পরিণত করার জন্য কাজ করছি।

এসকল আইসক্রিম সাধারণত স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা খেয়ে থাকে। তীব্র গরমে এসকল আইসক্রিম এর চাহিদা আরো বেশি।

জনস্বাস্থ্যের ক্ষতি হয় এরূপ কোনো খাদ্যদ্রব্য এই চট্টগ্রামে উৎপাদন করতে দেওয়া হবে না।আমাদের এ ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!