খাগড়াছড়ি মং রাজবাড়ির প্রাঙ্গণে ৩ দিনব্যাপী রাজ পুণ্যাহ মেলা ও রাজস্ব আদায়ী উৎস

0 ১৮৯

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার ঐতিয্যবাহী মং সার্কেলের মং রাজবাড়ি প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তিন দিনব্যাপী রাজ পুণ্যাহ মেলা ও রাজস্ব আদায়ী উৎসবের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও রাজা সাচিং প্রু চৌধুরী।

শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১ইং) সকাল ১০ টার দিকে মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু চৌধুরীর হাতে তলোয়ার ও রাজস্ব উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

রাজা সাচিং প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

স্বাগত বক্তব্য রাখেন,সিএইচটি হেডম্যান নের্টওয়ার্কের সভাপতি সাবেক পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী মারমা,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং রাজা সাচিং প্রু চৌধুরী র হাতে সৌজন্য উপহার তুলেদেন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।আরো উপস্থিত ছিলেন – ইউএনডিপির খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুবাস দত্ত চাকমা, কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা।

খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর মো:জাহিদ হাসান,গুইমারা রিজিয়নের ল্যাপ্টেন্যান্ট মো: মোতালেব খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষে সৌজন্য উপহার তুলেদেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, শাহিনা আক্তার, শত রূপা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন মো: মনিরুজ্জামান সেবা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেনিয়া চাকমা, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ সহ হেডম্যান, কার্বারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

আলুটিলা মৌজার হেডম্যান ও পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী রাজা সাচিং প্রু চৌধুরীর হাতে রাজস্ব ও উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে রাজা সাচিং প্রু চৌধুরী বলেন পার্বত্যাঞ্চলে এখনো ঊনিশ শতকের ব্রিটিশ আইনে ভূমিসহ সকল বিচারিক কার্যক্রম চলছে, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী চুক্তির সকল ধারা গুলো বাস্তবায়নের ও দাবী জানান তিনি।

প্রধান অতিথি – বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নেতাদের কারনে হেডম্যান কার্বারী নিজস্ব আইনে বিচার করতে পারেনা পার্বত্যাঞ্চলের হেডম্যান কার্বারীদের ভাতা প্রদান করে সম্মানীত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আন্তরিকতার সহিত কাজ করছেন বলে জানান।
অনুষ্ঠান শেষে মং সার্কেলের বিভিন্ন মৌজার হেডম্যান,কার্বারীরা রাজা সাচিং প্রু চৌধুরীর হাতে রাজস্ব উপহার তুলেদেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!