গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

0 ১,০০০,১৩৩

রাজনীতি করতে হবে জনগনের কল্যাণে,দেশের কল্যাণে।বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনোর নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে।এ উন্নয়নের একমাত্র দাবীদার আধুনিক বাংলার জনক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক) ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান

 

অতিথির বক্তব্যে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি উপরোক্ত কথাগুলো বলেন।রবিবার (২২ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাওয়াল গড় ইউনিয়নের নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এ খোলা অনুষ্ঠিত হয়।

 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান ফজলুল হক মুসুল্লী, পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান আবু বকর সিদ্দিক, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান হাবিবুর রহমান খান, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহিরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন উদ্বোধন করেন। পরে সকাল ১০টায় মির্জাপুর ইউনিয়ন বনাম পিরুজালী ইউনিয়ন এবং বেলা সাড়ে ১১টায় বাড়ীয়া ইউনিয়ন বনাম ভাওয়ালগড় ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

বিজয়ী মির্জাপুর ও ভাওয়ালগড় ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলায় ভাওয়ালগড় ইউনিয়ন মির্জাপুর ইউনেয়নকে ০১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ভাওয়ালগড় ইউনিয়নের বিজয়ী দলের হাতে ও খেলোয়ড়দের পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!