চট্টগ্রামের মুরাদপুরে জামান এক্সক্লুসিভে ম্যাজিস্ট্রেটের অভিযান,জরিমানা ১ লাখ টাকা।

0 ৪০,০৮১

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ বিরিয়ানি তৈরী এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ১২ই জুন রবিবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একই অভিযানে কাতালগঞ্জ হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানা করায় এক ব্যাক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম চৌধুরী জানান,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ বিরিয়ানি তৈরি করার প্রমাণ পাওয়ায় মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানা করায় এক ব্যাক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!