দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরন বিধি অমান্য করায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

0 ৩০০,৬৪৯
আসন্ন দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে দুইজনকে অর্থদন্ড জরিমানা করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টাট মোহাম্মদ মঈন উদ্দিন।
সরকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ(নির্বাচন আচরন)বিধিমালা ২০১৬ এর ৩১ বিধি অনুযায়ী ০৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সুমনকে এক হাজার টাকা ও ০৮নং ওয়ার্ডে আবদুল আজিজকে পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।এসময় সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিন সকল প্রার্থী এবং তাদের প্রতিনিধিকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার পরামর্শ দেন।
এই বিষয়ে সরকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।যত্রতত্র পোস্টার লাগানোর দায়ে আজকে দুই মেম্বার প্রার্থীর জরিমানা করেছি,আর কেউ যাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করে যেজন্য সবাইকে সতর্ক করে দিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!