নড়াইলে আলোচিত মফি শেখ হত্যার রায় প্রকাশ একজনেরর ফাসি,তিনজনের যাবজ্জিবন

0 ৭৪

সৈয়দ হিটলার আলী,জেলা প্রতিনিধি, নড়াইলঃমঙ্গলবার সকালে নড়াইলে মফি শেখ হত্যা মামলার রায় প্রকাশ হয়েছে।রায়ে এক জনের ফাসি, তিনজনের যাবজ্জিবন কারাদন্ড প্রদান করেছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ুর রহমান।

ফাসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান।এছাড়াও ফাসির দন্ডপ্রাপ্ত আসামিকে অতিরিক্ত পন্চ্ঞাশ হাজার টাকা জরিমানা করেন আদালত।

যাবজ্জিবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন শুভ,মৃত মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও মৃত ছাকের আলীর ছেলে সাত্তার মোল্যা।

এছাড়াও যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিদের অতিরিক্ত পন্চ্ঞাশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড  প্রদান করেন আদালত।

মামলার বিবরনে জানা যায়,নড়াইল সদর উপজেলার ভবানিপুর গ্রামের মফি শেখ গত ২০১৬ সালের ১৮ই জুলাই সকালে ছেলে মিঠুন শেখের স্কুলের উপবৃত্তির টাকা তোলার জন্য সারকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান।উপবৃত্তির টাকা তুলে বাইসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌছালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর যখম করে।স্হানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।ঐ দিন ভিকটিমের স্ত্রী বাদি হয়ে হত্যা মামলা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!