নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ৬৩
নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ (২০ডিসেম্বর) সোমবার ০৩:৩০ ঘটিকার সময় নির্বাচন কমিশনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন-শৃঙ্খলা রক্ষা সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান এবং পুলিশ সুপার,প্রবীর কুমার রায়, পিপিএম (বার),এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ ওয়ালিউল্লাহ,জেলা নির্বাচন কর্মকর্তা,তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এনএসআইয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট,বিকাশ চন্দ্র দাশ,লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভিন,লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হেনা মিলন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো সহিংসতা প্রতিরোধে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর,সে লক্ষে জেলা পুলিশ যথাযথ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশ সুপার আরো বলেন,আগামী ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে,সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এসময় স্বতন্ত্র প্রার্থীগণ সকলের উদ্দেশে বলেন,২৬ তারিখের নির্বাচনে যেন কেউ নিজের বল বা দলীয় বলের মাদ্ধমে অরাজগতা না করতে পারে এবং সুষ্টসুন্দোর ভাবে নির্বাচন হয় বলেও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!