পবিত্র আশুরা উপলক্ষে নগরীর ৬টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষ পেল সাবেক মেয়র এম. মনজুর আলমের খাদ্য সামগ্রী

0 ৮৭৫,৪৭৬

আহলে বায়েতে রাসূল(সা.)স্মরণে শোহদায়ে কারবালা(আশুরা)উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম নগরীর ১০,১১,১২,১৪,২৫ ও ২৬নং ওয়ার্ড,দেওয়ানহাট দিঘীর পাড় এবং সিটি গেইটস্থ এইচ এম ভবনে অস্বচ্ছল ও নিম্ম আয়ের ৮ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী ও ফাতেহার জন্য মুরগী প্রদান করে।

১১নং ওয়ার্ডের লাকী স্কয়ার সেন্টার,১২নং ওয়ার্ডের কলেজ মাঠে,২৪নং ওয়ার্ডের কর্ণফুলী কমিউনিটি সেন্টার এবং ২৬নং ওয়ার্ডের কংস কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম,হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম,নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম,পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম,আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম,লায়ন মোহাম্মদ হোসেন,অধ্যক্ষ আসলাম হোসেন,সৈয়দ মোহাম্মদ জাকারিয়া,কাউন্সিলার নুরুল আমিন,লোকমান আলী,সাবেক কমিশনার সিরাজুল ইসলাম,লায়ন শওকত আলী,সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম,বাদশা আলমসহ অন্যান্য সমাজসেবকবৃন্দ বক্তব্য রাখেন।প্রতিটি সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত,দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন,কারবালার ঘটনা ছিল সত্য ও ন্যায়ের সংগ্রাম।সত্য ও ইসলাম সুপ্রতিষ্ঠায় হযরত ইমাম হোসাইন(র.)যে ত্যাগ স্বীকার করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন,পৃথিবী যতদিন থাকবে,ততদিন ইয়াজিদ ঘৃণিত হবে এবং ঈমাম হোসাইন(র.)এ প্রশংসিত হবেন।সাবেক মেয়র এম. মনজুর আলম সুন্নিয়তের খেদমতে সকল ধর্মপ্রাণ মুসলিমদের ঐক্য কামনা করেন।সবগুলো কর্মসূচিতে তবারুক বিতরণ করা হয়।দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনায় ছিলেন সৈয়্যদ ইউনুস রজভী,মাওলানা আবদুল মান্নান ও মাওলানা রাশেদুল হক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!