বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন।

0 ৮৭৫,৪৭৫

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো স্লোগানে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।গতকাল(৪ নভেম্বর)শনিবার বিকেল ৩ টায় স্বাধীনতার ৫২ বছরের সাংবাদিকতার ইতিহাসে সন্দ্বীপ উপজেলায় এই প্রথম সন্দ্বীপ উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনের এমপি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন,সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন,হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা মাস্টার আবুল কাশেম শিল্পী,বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,এবি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক একে ফজলুল করিম,মাইটভাংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সাগর কণ্যা সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি মোস্তফা হায়দার,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার রিদোয়ানুল বারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,এনাম নাহার ব্যবসা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক চারু মিল্লাত,কাউছার মাহামুদ দিদার,মিলাদ মোদাচ্ছির,সদস্য মাহমুর রহমান,আবদুর রহমান ইমন, শহিদুল ইসলাম মাসুদ,আবদুল হামিদ,সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান,দিদারুল আলম,জাহেদুল ইসলাম শিহাব,ফয়েজ উল্ল্যাহ,ইন্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান,মাইন উদ্দিন আল আকাশ,ফসিউল আলম জিসানসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!