বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহ পালিত।

0 ২১০

ডেভিড সাহাঃ বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জাতীয় সেবা সপ্তাহ দিবস টি উপলক্ষে নানা আয়োজন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মংশৈনু মার্মা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাইমং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মার্মা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার উচিংমং মার্মা প্রমুখ। সভায় প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মার্মা পার্বত্য মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সরকারে প্রয়াসের দূর্গম এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন করায় সাধরণ জনগণে ব্যাপক সুবিধা পাচ্ছে। রোয়াংছড়িতে পরপর কয়েকবার আগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তারপরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থাকার কারণে বড় দশায় থেকে রক্ষা পেয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!