বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুত্বর আহত

0 ১৯০

বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগের নতুন নির্মিত উদ্বোধন করতে ৩৩ কেবিন বিদ্যুৎ উপকেন্দ্রে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক বৈদ্যুতির লাইন চালুকরণে কাজ করতে গিয়ে মো: জিয়াউল হক (৩৭) নামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর ২০২০) সকাল সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: মিঠুন কুমার মণ্ডল বলেন রোগীটি ৫০ শতাংশ বিদ্যুতের পুড়ে যাওয়ায় এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও বিদ্যুৎ কাজের নিয়োজিত শ্রমিক ও টেকনিসিয়ান মো: চাঁদ মিয়ার বলেন, শ্রমিক মো: জিয়াউল হক ফিরোজ পুর জেলা ও কাউখালী উপজেলায় হুক্কাবেকার গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনে লাইন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে । এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বান্দরবান জেলা কর্মরত সিনিয়ার প্রকৌশলী নির্মল জ‍্যোতি চাকমা কাজের গাফলতির কারণে এ সব ঘটনা ঘটেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রকৌশলী নির্মল চাকমা মোঠফোনে ঘটনা স্বীকার করে বলেন আমার আন্ডারে কাজ করেন মো: জিয়াউল হক। আজ সকালে বৈদ্যুতির লাইন কাজ করতে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খাম্বা ঝুলিয়ে পড়েছে। এছাড়া বিদ্যুতির লাইন কাজের নিন্মমানের সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে বলে ঠিকাদার প্রতিষ্ঠানে বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে বান্দরবান বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী ও রোয়াংছড়ি উপজেলা দায়িত্বরত প্রকৌশলী মো: ইমরান হোসেন বলেন একজন শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট ঘটনা বিষয়ে অবগত হয়েছে। তবে এনার্জি প্যাক লিমিটেড কোম্পানি বেসরকারি ঠিকাদারে প্রতিষ্ঠান আন্ডারে কাজ করেন। কাজগুলো এখনো আমাদের বিডিবি অফিসকে বুঝিয়ে দেওয়া হয়নি বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!