বান্দরবান পৌর এলাকার নাগরিকদের সাথে মত বিনিময়

0 ২৩৫

মোহাম্মদ আলী,বান্দরবানঃ বান্দরবান পৌরসভার বর্জ্য সংগ্রহ,অপসারণ ও সুন্দর একটি পর্যটন করার লক্ষ্যে এলাকার সম্মানিত নাগরিকদের সাথে মত বিনিময় সভা ৩১আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার।

আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,মো:মুছা কোম্পানি,বান্দরবান বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ,বান্দরবান পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নাগরিক গণ,প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর গণ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন,বান্দরবান একটি পর্যটন নগরী,পাহাড়ে ঘেরা সবুজের নগরী রুপের রাণী বান্দরবান পর্যটনশিল্পে অনেকটা উন্নতি করেছে,বান্দরবানে যত বেশি দেশি-বিদেশী পর্যটকদের আগমন ঘটবে ততবেশী এখানকার হোটেল মোটেল রেস্টুরেন্ট,গাড়ি’র মালিক শ্রমিক সবার রুটি রোজগার বাড়ে।তাই দেশি-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে বান্দরবানে আরো সুন্দর ও পরিষ্কার-পরিছন্ন নগরী হিসে গড়ে তুলতে আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।বিশেষ করে পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরগন তাদের উপর দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে একটু আন্তরিক হয়ে সমন্বয় করে কাজ করলে বান্দরবান পৌর এলাকা আরো সুন্দর হবে।

কক্সবাজার এর পর পর্যটকরা বান্দরবানে দিকে আসা শুরু করেছে এই আসাটা যেন আরো বৃদ্ধি পায় এর লক্ষে আমাদের সকলকে দেশপ্রেম নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে যেত হবে।বান্দরবান পৌর এলাকা পুর্বের চেয়ে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে শহর এলাকা বর্জ্য ব্যবস্থাপনা আরো উন্নত করতে হবে।সভায় ব্যাবসায়ী নেতৃবৃন্দগন,আবাসিক হোটেল মালিক সমিতি,বাস,ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা সভায় মতামত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার পৌরসভার পাশা-পাশি সচেতন নাগরিকদের ভুমিকা রাখা নাগরিক দায়িত্ব।আর আজকে আমাদের পার্বত্য মন্ত্রী মহোদয় সকলের পরামর্শ ক্রমে পৌরসভা কে যে নির্দেশনা দিলেন সেই নির্দেশনা মোতাবেক পৌর এলাকার উন্নয়নে আগামীতে কাজ করে যাবো।আমি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!