বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুলের শ্বশুরের দাফন সম্পন্ন।

0 ৭০৯,৭৬৬

যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোস্তফা কামাল পাশা বাবুলের শ্বশুরের দাফন সম্পন্ন হয়েছে।গত ৩ আগস্ট বৃহস্পতিবার সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৫ টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন,পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম,সাবেক পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটু, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হানিফ,কাউছার চেয়ারম্যান,সাহেদ,মাহফুজুর রহমান ঝন্টু,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব নিঝুম খান,উপজেলা শ্রমিক দলের নাছির উদ্দীন বাবুল,চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ,সন্দ্বীপ উপজেলা জাসাসের আহ্বায়ক মাষ্টার আকবর হোসেন,সদস্য সচিব সাইফুল ইসলাম,পৌরসভা জাসাসের আহ্বায়ক জাকের হোসেন,সদস্য সচিব জহির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এমলাক সুকানি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে গত ৩ আগষ্ট সকালে ঢাকা বিমান বন্দর হতে প্রাকৃতিক দুর্যোগ থাকায় হেলিকপ্টার যোগে লাশ সন্দ্বীপ আনা হয়।এ সময় তাঁর বড় জামাতা মোস্তফা কামাল পাশা বাবুল ও বড় ছেলে জসিম উদ্দিনসহ পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এদিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

উল্লেখ্য যে,হাজী এমলাক সুকানি একজন সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন।৯৫ বছর বয়সে মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!