বিশ্বভরা প্রাণ চট্টগ্রাম’র ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা সম্পন্ন

0 ২০০,২২১

বিশ্বভরা প্রাণ একটি আবৃত্তি,নৃত্য,সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।১৯৫২ সালে ভাষা শহিদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার শুদ্ধ চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এটি যাত্রা শুরু করলেও পরবর্তীতে এটি ওপার বাংলা ভারতেও বাংলা ভাষীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে।

 

বর্তমানে বিশ্বভরা প্রাণ দেশের সীমানা পেরিয়ে ইউরোপ,আমেরিকা,অষ্ট্রেলিয়া,কানাডাসহ বেশ কিছু দেশে বাংলাভাষী জনগোষ্ঠীর কাছে শুদ্ধ বাংলা চর্চা ও বাংলা সংস্কৃতির এক অনন্য অবদান রেখে চলেছে।দেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নির্দিষ্ট পরিমন্ডলের বাইরেও পৃথিবীর বিভিন্ন মানচিত্রে বাংলা সংস্কৃতি চর্চার প্রতিনিধিত্ব করছে বিশ্বভরা প্রাণ বেশ সুনামের সাথে।

এই ধারাবাহিকতায় গতকাল বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে বিশ্বভরা প্রাণ চট্টগ্রাম জেলা কমিটি গঠন ও মহানগর কমিটির পূনর্গঠন নিয়ে আলোচনা এবং
ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক কমিটির সভাপতি জাহান বশির।
বিশেষ আলোচক ছিলেন বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক কমিটির সাধারণ সম্পাদক নীপা মোনালিসা।

 

সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা হাবিবা সোলতানা,মহানগর কমিটির সাবেক সভাপতি আনন্দ প্রকৃতি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

 

আরো উপস্থিত ছিলেন,মহানগর কমিটির সভাপতি হিল্লোল দাশ সুমন,সাধারণ সম্পাদক সৈকত প্রকৃতি, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী,সদস্য
মোহাম্মদ ইব্রাহিম খলিল,রাবেয়া খাতুন শিমুল, প্রান্তিকা সাহা,সানি দাশ,রিয়াদুল মামুন সোহাগ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!