রাঙ্গুনিয়ায় শ্রীমন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধৰ্মীয় সভা ও লোকনাথ বাবার পাদুকা উৎসব

0 ৬৮৮,০২৫

লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব ও শ্রীমন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন গীতাপাঠ প্রতিযোগিতা,মাতৃপূজা,ধর্মীয় সংগীতাঞ্জলি ও আলোচনা সভা রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার৷উদ্বোধক ছিলেন উত্তরজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক নির্মল কান্তি দাশ।প্রকৌশলী সজিব দাশের সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।মহান অতিথি হিসাবে ছিলেন দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান শ্রী অরুণ মল্লিক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর চেয়ারম্যান, লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ,তপন কান্তি দত্ত,পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী,ওমর ফারুক তালুকদার,উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়ুয়া,প্রকৌশলী সঞ্জন নন্দী,ডা. সুধীর রঞ্জন দেব।অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী পলাশ দেব,সাধারণ সম্পাদক উত্তম কুমার দে,অর্থ সম্পাদক জিতু দেব।

উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সঞ্জয় দেব এবং অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন সনাতন দাশ, এতে আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বসন্ত কুমার দেব,কুলকুরমাই সবুজ সংঘের সভাপতি সুবীর দাশ মিল্টন প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সকল ভূমি দাতা ও মন্দির প্রতিষ্টাতাদের সম্মাননা প্রদান করেন।উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিমল চন্দ্র দে আকাশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!