রাত ৮টার পর দোকান খোলা থাকলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন

0 ১,০০০,১৩০

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল খোলা থাকলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলা জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ মঙ্গলবার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন,গতকাল সোমবার রাত থেকে অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।গতকাল বায়তুল মোকাররম,দৈনিক বাংলা,পল্টন,ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালিত করে ডিপিডিসির টিম।তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করেন।এরপরও যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

রাত ৮টার পর দোকানপাট,শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে- সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য।বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে সবার প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!