লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রয় দায়ে সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

0 ৫১০,২৪৬

প্রতিনিয়ত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ পরিচালনা করে আসছেন সন্দ্বীপ উপজেলা প্রশাসন।তারই ধারাবাহিকতায় আজকের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আজকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে(৮০০০/=) আটকে হাজার টাকা জরিমানা করা হয়।

আকবর হাটের রহমান হার্ডওয়্যার এর মোহাম্মদ শফি কে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রয় করার অপরাধে(১০০০/-) এক হাজার টাকা,লাবলু স্টোর এর দেলোয়ার হোসেনকে(৩০০০/-)তিন হাজার টাকা ও জামাল উদ্দিন স্টোর এর জাফর ইকবালকে(২০০০/-)দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া স্বর্ন পরিমাপক যন্ত্রে সঠিকতা নিরুপনে বিএসটিআইয়ের স্টিকার না থাকায় তারা স্বর্ন শিল্পালয় এর কাজল রায়কে(২০০০/-) অর্থদন্ড প্রদান করেন।

এই বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,আমি সুযোগ পেলেই মাঠে নামি,মোবাইল কোর্ট বসিয়ে অপরাধ কমানোর চেষ্টা করি।আজকে চারজনকে আটকে হাজার টাকা জরিমানা করেছি।এদের দেখে অনেকেই সতর্ক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!