সতন্ত্র প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীকে বরণ করে নিয়েছে সন্দ্বীপবাসী।

0 ৮৭৫,৪৯১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনে সতন্ত্র থেকে সংসদ সদস্য পদপ্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর সন্দ্বীপ আগমনে ৯ ডিসেম্বর শনিবার বেলা ২ টায় থেকে ব্যাপক শোডাউন করে তাকে বরণ করে নিয়েছে সন্দ্বীপ বাসী।

দুপুর থেকে সন্দ্বীপের প্রত্যেকটি ইউনিয়ন থেকে তার কর্মী সমর্থকরা গুপ্তছড়া ঘাটের উদ্যেশে ট্রাক,ট্রলি, মোটরসাইকেল,কার পিক-আপ সহ যানবাহনে করে আসতে থাকে,বিকেল ৪ টা বাজলে এক যানবাহন গিলি দারুস সালাম মার্কেট পর্যন্ত আসলে যানজটে আর পূর্ব দিকে যাচ্ছে না,পরে কর্মী সমর্থকেরা পায়ে হেটে যাত্রা করে তাদের প্রিয় নেতাকে বরণ করতে।
বিকাল সাড়ে চারটায় স্প্রীড বোট যোগে তিনি জেটিতে আসলে সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এরপর বিআইডব্লিউটি এর অফিসের সামনে আয়েজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী বলেন,সন্দ্বীপের মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রার্থী হয়েছি,আমাদের যাতায়াত ব্যবস্থা এখনও পুরোনো দিনের মতো,জটিল কোন রোগ হলে রাতের বেলায় রোগী পাড়াপাড় করা যায় না।আগামী ৭ জানুয়ারী সন্দ্বীপ বাসির রায়ে আমি এমপি নির্বাচিত হতে পারলে নৌ-যাতায়াতসহ সন্ত্রাস মাদকমুক্ত একটি আধুনিক সন্দ্বীপ বির্নিমান করবো।তিনি আরো বলেন,সন্দ্বীপ এখন একটি সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে।গত এক সপ্তাহ মাইটভাংগা ও সন্দ্বীপ পৌরসভায় দুটি বাড়িতে হামলা করা হয়েছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সাবেক পৌর মেয়র জাফর উল্ল্যাহ টিটু,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়া, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান খান শাহীন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী,চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!