সন্দ্বীপে গভীর রাতে আবারও এসিল্যান্ডের অভিযানে অবৈধ মাটি কাঁটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা।

0 ৩০০,৬৭৮

চট্টগ্রামের সন্দ্বীপে প্রতিরাতেই চলে অবৈধ মাটি কাঁটার কাজ।তাঁরই ধারাবাহিকতায় আজও চলছিলো অবৈধ মাটি কাঁটা।আজিমপুরে,রহমতপুর,বাউরিয়া,মুছাপুর বেড়িবাঁধে চলে এইসব অবৈধ মাটি কাঁটা।বেশির ভাগ মাটিই যাচ্ছে অবৈধভাবে গড়ে উঠা অনুমোদন বিহীন ইটভাটায়।

কিছুদিন আগেও রাত সাড়ে ১২টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।আজ রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,আজিমপুরের মিশুর নেতৃত্বে এই মুহুর্তে সরকারি খাস জমি থেকে মাটি কাটা হচ্ছে।সাথে সাথে অভিযানে নামেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ মোঃ নুর হোসেন ছেলে মোঃ মাঈন উদ্দিন(৪৫) এবং মগধরা ৩নং ওয়ার্ডস্থ তাইজুল ইসলামের ছেলে মোঃ সাদ্দাম(২২)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০,০০০/-টাকা করে মোট ১,০০,০০০/- অর্থদণ্ড প্রদান করেন।

তাদের স্বীকারোক্তিতে জানা যায় উক্ত মাটি আজিমপুরের মিশুর নেতৃত্বে কাটা হচ্ছে।তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ হতে।

এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন,যারাই অবৈধভাবে সরকারি জমি অথবা খাল হতে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।একইসাথে জনগনকেও এই বিষয়ে সজাগ থাকার এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!