সন্দ্বীপে জাল ভোট দেওয়ার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা

0 ৩৮৮,৩২৪

চলছে চট্টগ্রামের সন্দ্বীপ দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের নির্বাচন।ইতিমধ্যেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে।শুধু ওয়ার্ড মেম্বারের ভোট চলছে।সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা যায়।

সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযানও চলছে দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে।

জাল ভোট দেওয়ার অপরাধে দীর্ঘপাড় ২নং ওয়ার্ডের মোহাম্মদ জামসেদের স্ত্রী রুমা বেগম(৩৬)কে ইউনিয়ন পরিষদ(নির্বাচন আচরন)বিধিমালা,২০১৬ এর ৩১ বিধি অনুযায়ী পাঁচ হাজার(৫০০০)টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১(একমাস)এর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন বলেন জাল ভোট দিতে চেয়েছিলেন,হাতেনাতে ধরা পড়েছে তাই শাস্তি হিসাবে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!