সন্দ্বীপে নৌকার জনসভায় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী যোগাযোগ। 

0 ৮৭৫,৪৮৯

চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনে বুধবার দুপুরের পর থেকে সন্দ্বীপ উপজেলার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠ ছিল লোকে লোকারন্যে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল জনসভায় বক্তব্য শুনতে দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে দল বেঁধে এসেছে মানুষ।নৌকার মিছিলে মুখর ছিল জনসভাস্থল থেকে এনাম নাহার মোড় পর্যন্ত। সাড়ে তিনটায় গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।এ সময় অন্যান্য জেলা সমাবেশের মত সন্দ্বীপের জনভাস্থল থেকে করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত কয়েক হাজার মানুষ।পূর্ব নির্ধারিত ৫টি জেলার বিভিন্ন সমাবেশে যুক্ত হওয়ার পর সবশেষে তিনি যুক্ত হন সন্দ্বীপ উপজেলা আওয়ামিলীগের আয়োজিত সমাবেশে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

এছাড়া আরো উপস্থিতি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামিলীগ নেতৃ বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা।

বুধবার বিকেলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলায় পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা,রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর,ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা,কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং সবশেষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!