সন্দ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

0 ৫২৪,৮০৭

সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,সুমন(৩০),নুরুল আবছার প্রকাশ স্বপন(৩২),মোশাররফ হোসেন প্রকাশ লিটন(২৫),আকবর হোসেন প্রকাশ হাতকাট আকবর(২৮) ও আবুল বশর প্রকাশ বশর(৪৭)।

সোমবার(২৮ আগস্ট)চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট(পিপি)জিকু বড়ুয়া।

তিনি জানান,অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।পলাতক থাকা আবুল বশর ও সুমনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যায়।স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল-আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।পরের দিন দুপুরের দিকে এলাকার একটি জমিতে ওই ছাত্রীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।ছাত্রীর মুখের বাম পাশে ও চোখের ওপরে ফোলা-থেতলানো জখম ছিল।

এ ঘটনায় ছাত্রীর মা পারভিন আক্তার বাদী হয়ে সন্দ্বীপ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।২০১৭ সালের ২১ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।মামলায় ৯ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন বিচারক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!