সন্দ্বীপে ২০৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

0 ৫০৬,৭৬৭

সন্দ্বীপ থেকে মাধ্যমিক পর্যায়ে ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত ২০৮ জন কৃতি শিক্ষার্থীকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ ২৩শে ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় সন্দ্বীপের মুছাপুর ৮নং ওয়ার্ড হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের মনজুর কলেজের অধ্যক্ষ এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুকতাদের আজাদ খান।

মগধরা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ ভাষা শুদ্ধাচার সংস্থার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তামজিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল আলম,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী বাদল,বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্টের পরিচালক অধ্যাপক ড. প্রসান্ত কুমার ব্যানার্জি,সন্দ্বীপ সমিতি ঢাকার সাবেক সভাপতি মুহাম্মদ আলমগীর,হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভূমি দাতা নুরুল ইসলাম বাহার,মাছিহাতা গ্রুপের ডিজিএম আনওয়ারুল আলম মন্জু,হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ,সীতাকুণ্ড উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আলহাজ্ব আ ফ ম ফোরকান উদ্দিন খান,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল,আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম,মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র শাহা,আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষার সাবেক সচিব মাস্টার ছায়েদ উল্যাহ ও মাস্টার রিদওয়ানুল বারী,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন,মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলমগীর হোসেন আলীম,শিক্ষানবিশ আইনজীবি সাইফুর রহমান খান,বইচিন্তার সমন্বয়ক নজরুল নাইম,রেডিও দ্বীপের আরজে আবদুর রহমান ইমন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মুহাম্মদ দেলোয়ার হোসাইন,সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক মুহাম্মদ সোলাইমান মেহেদী হাসান,স্টান্ডার্ড ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক কাজী পারভেজুর রহমান,হাজেরা ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিলাল মজুমদার,কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর প্রমুখ।

বক্তরা শিক্ষার গুণগত মানোন্নয়নে সন্দ্বীপব্যাপী ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে চলমান ৭টি কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত,শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে চলমান ৭টি কর্মসূচি হচ্ছে-২০১৪ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা(৫ম শ্রেণি),২০১৫ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা(৪র্থ শ্রেণি),২০১৬ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা(৩য় শ্রেণি),২০১৮ সাল থেকে সন্দ্বীপ হতে মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান,২০১৮ সাল থেকে কবি আবদুল হাকিম ফাউন্ডেশন রচনা প্রতিযোগিতা(৩য় থেকে ৫ম শ্রেণি),২০২২ সাল থেকে সন্দ্বীপ হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান এবং ২০২২ সাল থেকে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!