সন্দ্বীপ প্রসাশনের উদ্যেগে “শেখ রাসেল” দিবস পালিত।

0 ৪০০,৫১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী,গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় সন্দ্বীপেও সন্দ্বীপ উপজেলা প্রসাশনের উদ্যেগে আনন্দ র‍্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসার সভাপতিত্বে র‍্যালী ও কেক কাটা সম্পন্ন হয়।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি,সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলুল করিম,সন্দ্বীপ থানার ওসি সহিদুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!