সন্দ্বীপ ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

0 ৩০০,৩০২

সন্দ্বীপের শিক্ষা ও সমাজ সেবামূলক সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের আয়োজনে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজ ১২ আগস্ট’২২ শুক্রবার সাউথ সন্দ্বীপ বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। উক্ত প্রতিযোগিতায় দক্ষিণ সন্দ্বীপের ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ২০ জনকে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সাংগঠনিক সম্পাদক ও বইচিন্তা’র উদ্যোক্তা নজরুল নাঈম বলেন,শিক্ষার্থীদের মেধাবিকাশে ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে আমাদের এই আয়োজন।এছাড়াও আমরা ২০১৪ সাল থেকে ফ্রেন্ডস্ ইউনিটি মেধাবৃত্তি,অসহায়দের সহায়তা,বৃক্ষরোপণ,রক্তদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকি।

এতে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ,প্রধান শিক্ষক বেলাল উদ্দিন,সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিয়ন্ত্রক ও উপদেষ্টা রাজীব কান্তি দাস,উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক সালাউদ্দিন রাজু,উপদেষ্টা ও ব্যাংকার এরশাদ উল্যাহ,শিক্ষক আবুল বাশার,শিক্ষক আপেল মাহমুদ,শিক্ষক রুহুল আমিন।

সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফাহাদ চৌধুরী,সভাপতি আব্দুর রহমান সনি,সহ-সভাপতি রিয়াদ হোসাইন,সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন জিহাদ,সহ-সাধারণ সম্পাদক অরূপ মজুমদার,শিক্ষা সম্পাদক রবিউল হাসান ভূঁইয়া,অর্থ সম্পাদক আরমান জাবেদ,অফিস সম্পাদক ইয়াসিন আরাফাত,আব্দুর রহমান ইমন, শরীফ,মুসলিম,মুশফিক,মেহেদী,শাকিল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!