সাইনবোর্ডে বাংলা না লেখায় ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

0 ১৯৮

সাইনবোর্ডে বাংলায় লেখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)।এসময় নগরের লালখান বাজার থেকে ওয়াসা পর্যন্ত সিডিএ অ্যাভিনিওর বিভিন্ন সাইনবোর্ড বাংলায় না লেখায় ১২ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার(২ ফেব্রুয়ারি)চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক)নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে আগ্রাবাদের জাম্বুরী মাঠ সংলগ্ন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে লাকী প্লাজার মোড় পর্যন্ত সড়ক,ফুটপাত ও নালার ওপর থেকে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।এ অভিযানে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!