সিএমপি এর আকবরশাহ থানা এলাকার ডাকাত হিরুর সেকেন্ড ইন-কমান্ড পলাতক আসামী ডাকাত নুরনবী প্রকাশ জুয়েল(৩২) গ্রেফতার।

0 ২০০,৪৫০

সিএমপি এর আকবরশাহ থানা এলাকার ডাকাত হিরুর সেকেন্ড ইন-কমান্ড পলাতক আসামী ডাকাত নুরনবী প্রকাশ জুয়েল(৩২) গ্রেফতার।গতকাল বিকাল অনুমান ১৬.১০ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন সি-ব্লক, বেড়া মসজিদ(নতুন বিল্ডিং) এর সামনে হইতে অত্র আকবরশাহ থানার মামলা নং-৩২,তারিখ-২৩/০৪/২০২২খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ নুরনবী প্রকাশ জুয়েল(৩২), পিতা-মোঃ নুরুল আলম, মাতা- রোশনারা বেগম, স্ত্রী-জান্নাতুল ফেরদৌস, স্থায়ী সাং-কালা পানিয়া, আশ্রাফ পাটোয়ারী বাড়ি,ডাকঘর-কালা পানিয়া, থানা-সন্ধীপ,জেলা-চট্টগ্রাম। বর্তমানে সাং-বিশ্ব কলোনী, জি ব্লক, কাঁচা বাজার, নন্দন আবাসিক গেইটের আগে, দক্ষিন পাশের গলি, নাঈমের ভাড়াটিয়া, ডাকঘর-ফিরোজশাহ, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রামকে বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই/অর্ণব বড়ুয়ার নেতৃত্বে এসআই/ধীমান মজুমদার, এএসআই/মোঃ এনামুল হক মুনীর, এএসআই/মোঃ নিজাম উদ্দিন মাসুদ, এএসআই/মোঃ নাসির উদ্দিন, এএসআই/মোঃ সাদ্দাম হোসেন, এএসআই/মোঃ বেলায়েত হোসেন সাহেদসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামী আকবরশাহ থানা ও সীতাকুন্ড থানা এলাকায় বিভিন্ন সময়ে টোল রোড ও সোনাইছড়ি রোড, লতিফপুর এবং বায়েজিদ লিংক রোড এলাকায় ডাকাতি, চুরি,মাদক ব্যবসা, মোবাইলসহ নগদ টাকা ছিনতাই এর একাদিক অভিযোগ রয়েছে বলে থানা ও স্থানীয় লোকজন এর মারফতে জানা যায়। উক্ত আসামী ডাকাত হিরুর বিশ্বস্ত সেকেন্ড-ইন-কমান্ড ডাকাত টিটুর ঘনিষ্ট লোক। আসামী খুবই খারাপ প্রকৃতির লোক।

উল্লেখ্য যে, আসামি মোঃ নুরনবী প্রকাশ জুয়েল(৩২), সীতাকুন্ড মডেল থানার মামলা নং-৪১, তারিখ-১৮/০২/২২খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ দন্ডবিধি এর ১৬৪ ধারায় প্রকাশিত পলাতক আসামী।

আসামি মোঃ নুরনবী প্রকাশ জুয়েল(৩২) আকবরশাহ থানা সূত্রে আরো জানা যায় পাহাড়তলী থানার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০১৫, ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিঃ আইনের ২২(গ) এজাহারে অভিযক্ত।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ মোঃ জহির হোসেন(পিপিএম-বার) জানান যে, গ্রেফতারকৃত আসামী খুবই খারাপ প্রকৃতির লোক। উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার হইতেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!