“স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

0 ২০০,২৫২

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের মতবিনিময় সভা গতকাল ৭ মে শনিবার বিকাল ৫টায় নগরের চন্দনপুরাস্থ এন এ সি(হেদায়েত)ভবনে সংগঠনের আহ্বায়ক লায়ন প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ ড. শেখ এ রাজ্জাক রাজু,যুগ্ম আহ্বায়ক এম এ সবুর, মো.কামাল উদ্দিন,ভাস্কর ডি কে দাশ মামুন।

 

এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী,পালি ও সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।

 

সভায় বক্তারা বলেন,প্রাচ্যের রানী চট্টগ্রাম হচ্ছে গুণীজনের চারণভূমি। হাজারো গুণীজনের জন্মস্থান বীর প্রসবিণী চট্টগ্রাম।চট্টগ্রামের বহু গুণীজন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করে এবং পুরস্কার ছিনিয়ে এনে চট্টলবাসীকে গৌরবান্বিত করেছেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রায় সব সময় চট্টগ্রামকে প্রাধান্য দিয়ে আসছেন। ভারতের জাতির পিতা মহর্ষী মহাত্মা গান্ধী তাই চট্টগ্রামকে উপলব্ধি করে বলেছেন,সর্বাগ্রে চট্টগ্রাম। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন এবং চট্টগ্রামের সম্মান মানেই বাংলাদেশের সম্মান।

 

বক্তারা আরো বলেন,বায়ান্নের ভাষা আন্দোলনের একুশের প্রথম কবিতা চট্টগ্রাম থেকেই রচিত হয়েছে।এরই ধারাবাহিকতায় স্বাধীনতা আন্দোলনে ছয় দফা,পরবর্তীতে এক দফা এবং স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই উচ্চারিত হয়েছিল।

 

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন,হাবিবুর রহমান হাবিব,মো. জসিম উদ্দিন চৌধুরী,মো. মাইনুল ইসলাম,উত্তম চক্রবর্তী কাজল, দুলাল কান্তি বড়ুয়া,লায়ন মোহাম্মদ জানে আলম, মুসলিম আলী জনি,রতন বড়ুয়া,মো: সেলিম উদ্দিন, মো: হারুন-অর-রশীদ,আছিবুর রহমান রনি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান,মেজবাহ চৌধুরী, নওশীন,নন্দিনী চৌধুরী রিনা,আবদুল্লাহ আল মামুন, কামরুল আহসান কাউছার,মো: হাছান মুরাদ,মো: বায়েজিদ ফরায়েজী,বাবু টিটন দেব,ফয়সাল সিকদার,চৌধুরী মোহাম্মদ রিপন,মো.আলী রিপন, ওবায়দুর রহমান,মো: আসিফ ইকবাল,হারাধন চৌধুরী,মো: ইউসুফ,দেবাশীষ দাশ রাজা,শেখ নজরুল ইসলাম মাহমুদ,আঁচল চক্রবর্তী,প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,লায়ন গাজী মো. আবু জাফর, মোহাম্মদ হোসেন মধু,জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, রাশেদা বিনতে ইসলাম,নুসরাত জাহান,ফয়জুন্নেছা আকতার সুক্তা,বিন্দু দাশ,মো: মিজানুর রহমান মঞ্জু, ফাতেমা আকতার ডলি,শিউলি আকতার সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!