হাতিয়ায় ৬ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

0 ৪০০,৬৪০

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানিক চর থেকে হরিণ শিকার করা অবস্থায় চোরা চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।রবিবার(৩০ অক্টোবর)সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় হাতিয়ার মানিক চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরিণ শিকারী চক্রের ৬ জনকে আটক করে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন,রিয়াজ(২৬),মান্নান (৩২),ফিরোজ(২৫),জুলফিকার(২৩),দুলাল (২২),মজনু(৩০)এরা সকলে ভোলা জেলার মনপুরা উপজেলার স্থায়ী বাসিন্দা।

এসময় মানিক চরের ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ,হরিণের চামড়া,হরিণ শিকারের ফাঁদ ও ২ টি চাকু জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,হাতিয়ার মানিক চরে কোস্ট গার্ডের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জবাইকৃত হরিণ,হরিণের চামড়া,হরিণ শিকারের ফাঁদ, ও ২টি চাকু জব্দ করা হয়।তিনি আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!