আব্দুল করিমঃ করোনার কারণে আর্থিক সংকটে অনেকেই এবছর পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে পারেননি।তাই স্বাভাবিকভারে এ পরিবারগুলোর কাছে বিবর্ণ ঈদের খুশি।তবে নগরের পাহাড়তলী এলাকায় এমন সব মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন নগর যুবলীগ নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী।শনিবার (১ আগস্ট) সকাল থেকেই ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের প্রায় ২ হাজারের বেশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে ২৬ মণ কোরবানির গরুর মাংস বিতরণ করেন তিনি।
নগর যুবলীগ আহব্বায়ক কমিটির সদস্য ও ওমর গনি এম ই এস কলেজের ভিপি মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী সঙ্গে এ কার্যক্রমে অংশ নেন তাঁর সহধর্মিণী রোমান আক্তার চৌধুরী ও বড় ভাই জসিম উদ্দিন চৌধুরী। সেইসঙ্গে পুরো এলাকায় ঘুরে ঘুরে সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ওয়াসিম চৌধুরী বলেন,করোনা ভাইরাসের কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা কষ্টে আছেন। ঈদের দিনেও তাদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছি।করোনার সাধারণ ছুটিতে মানুষ যখন কাজ করতে পারেনি তখনও প্রায় ১৭ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিলাম। দেশের এ ক্রান্তিকালে সকলের উচিত তাঁদের পাশে দাড়ানো উচিত।