শাহাদাত হোসেন আনোয়ারঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় জড়িতের বিরুদ্ধে শাস্তির প্রতিবাদে ‘বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের’ উদ্যোগে চাঁদপুরে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর,সোমবার বিকেলে চাঁদপুর শহরের কালী বাড়ি শপথ চত্বর মোড়ে এ কর্মসূচী পালন করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হালিমাতুস সাদিয়া, ইসরাত জাহান মিম, সদস্য নাভা আক্তার, মারিয়া আক্তার, তানভীর, হিমেল, সোহেল, রিশান, ও কোহিনুর সহ অন্যান্য সদস্য বৃন্দ।