ইসমাইল হোসেন মনিঃ চট্টগ্রামের সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়নে হাফেজ চেয়ারম্যানের বাড়ীর সামনে দেলোয়ার খাঁ সড়কে এক মোবাইল হাইজ্যাকারকে ধাওয়া করেন জনগন।জানা গেছে স্থানীয় মান্না(২৫)নামের এক ব্যাক্তির কাছ থেকে মোবাইল ছিন্তাই করে নিয়ে গেলে তিনি চিৎকার করলে স্থানীয় জনগন চোরকে ধাওয়া করে।পরে মোটরবাইক আরহী চোরকে স্থানীয় জনগন চতুরদিক দিয়ে গিরে ফেললে চোর মোটরবাইক রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে মান্না বলেন আমরা কয়েকজন বন্ধু মিলে রাস্তার পাশ্বে দাড়িয়ে গল্প করছিলাম এমন সময় মোটরবাইক আরহী এক ছিন্তাইকারী আমার মোবাইল নিয়ে চলে যাচ্ছিলো,এমন সময় আমার চিৎকারে জনগন তাকে ধাওয়া করেলে সে বাইক রেখে জঙ্গলের দিকে পালিয়ে যায়।পরে আমরা মোটর সাইকেলটি সন্দ্বীপ থানায় অর্পন করি।
সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ জানায় জনগন একটি গাড়ি থানায় জমা দিয়েছে আমরা গাড়ির প্রকৃত মালিক খোজে গাড়িটি হস্তান্তর করবো।