“মঙ্গল আলোয় আলোকিত হউক মানবজীবন” এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন শারদাঞ্জলী ফোরাম সন্দ্বীপ উপজেলার অধীনে প্রতিটি ইউিয়ন কমিটিকে ঢেলে সাজানো শুরু হয়েছে।তার ধারাবাহিকতায় বৃহত্তর হরিশপুর ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সন্মেলন ২০২০-২০২২ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ২৭ জুন ।
সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদে আয়োজিত সন্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সমন্বয় কারী শ্যামল মজুমদার।শুরুতে পবিত্র গীতাপাঠের পর সম্পাদক মিঠু মজুমদার ও সৌরভ গাঙ্গুলী বিগত কমিটির কার্যক্রম তুলে ধরেন।উপস্থাপিত সে কার্যক্রমের উপর অালোচনায় অংশ নেন উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদার,সহ-সভাপতি সন্জীব মজুমদার,সহ-সভাপতি ডাঃ মৃদুল দাস,সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,যুগ্ন সম্পাদক রাগবীর গুহ,সহ-সম্পাদক কাঞ্চন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ দুলাল চন্দ্র শীল,কোষাধ্যক্ষ সবুজ মজুমদার,সহ-কোষাধ্যক্ষ অলক মিত্র,প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যুৎ দাস,সারথী কার্তিক চক্রবর্তী ও চন্দন মজুমদার প্রমুখ।আলোচনা শেষে সভাপতি বিগত কমিটির বিলুপ্তি ঘোষনা করে দ্বীতিয় অধিবেশনে একটি শক্তিশালী কমিটি গঠনের অাহব্বান জানান।
দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভিপতি রবি মজুমদার,সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় সকল সারথী মিলে ৭ সদস্য বিশিষ্ট্য একটি বিষয় নির্বাচনী কমিটিকে পুর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করলে তারা দীপক মালাকার কে সভাপতি ও বিমল দাসকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন এবং সকলের সন্মতি ক্রমে তা অনুমোদিত হয়।
সন্মেলনে বক্তারা বলেন,সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি,সংস্কৃতি,সত্য ও শান্তির অন্বেষণে তারুন্যের অভিযাত্রায় শারদাঞ্জলী ফোরাম সারাদেশে স্বাত্বিক পুজা উদযাপন,রক্ত দান,দুঃস্থ ও অসুস্থ রোগীদের সহায়তা,ফ্রি-ব্লাড গ্রুপিং,গীতা নিকেতনের মাধ্যমে গীতা শিক্ষা প্রদান,বাল্য বিবাহ প্রতিরোধ,শিক্ষা উপকরন সহায়তা সহ প্রতিনিয়ত বিভিন্ন মানবিক কাজ করে দেশে সাড়া ফেলেছে।শারদাঞ্জলী ফোরাম অনেকের কাছে আজ অনুকরনীয় সংগঠন।তাই আজকে সন্মেলনের মাধ্যমে যে শক্তিশালী কমিটি গঠন হয়েছে সকল সারথী কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে এটাই আমাদের প্রত্যাশা